রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে নগরের আমতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ভরপাশা গ্রামের আক্কাস হোসেনের ছেলে।
আহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. ইউনুস মিয়া (৩৫) ও ঝালকাঠির নলছিটি উপজেলার কুশাঙ্গল গ্রামের আক্কাসের স্ত্রী রিনা বেগম (৩৫)।
নিহতের মামাতো ভাই বাদল হাওলাদার বাংলানিউজকে জানান, নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য শনিবার রাতে বরিশালের উদ্দেশে লঞ্চে ওঠে মনির। রোববার সকালে বরিশাল লঞ্চঘাট থেকে একটি অটোরিকশায় করে রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলো। এসময় অটোরিকশাটি বেপরোয়া গতিতে আমতলার মোড় ঘুরতে গিয়ে পাশের পার্কিং করে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা ৬ যাত্রী কম-বেশী আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি জব্দ করেছে। এছাড়া ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা যায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএস/ওএইচ/