ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

স্ত্রীর মর্যাদা চেয়ে স্বামীর বাড়িতে অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
স্ত্রীর মর্যাদা চেয়ে স্বামীর বাড়িতে অবস্থান

মাগুরা: মাগুরা পশু হাসপাতাল পাড়ায় স্ত্রীর মর্যাদা চেয়ে স্বামীর বাড়ির বারান্দায় অবস্থান করছেন শান্তনা আক্তার (২০) নামে এক তরুণী। যতদিন স্বামী তাকে ঘরে তুলে না নেবেন ততদিন ওই বাড়ির বারান্দায় বসে থাকবেন বলে  জানিয়েছেন তিনি।

শান্তনা আক্তার শালিখা উপজেলার পুখুরিয়া  গ্রামের মো. ছাদেক মীরের মেয়ে।

শান্তনা বলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের আব্দুস সবুর বিশ্বাসের ছেলে মো. কামাল বিশ্বাসের সঙ্গে আমার এক বছরের সম্পর্ক।

দেড় মাস আগে কামাল আমাকে মাগুরায় বিয়ে করেন। পরে বাড়িতে উঠিয়ে নিতে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। তাই কোনো উপায় না পেয়ে রোববার দুপুরে স্বামী বাড়িতে এসে উঠেছি।

শান্তনা আরও বলেন, মাগুরা পলি ক্লিনিকে চাকরির সুবাদে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কামাল আমাকে বিয়ে করে। বর্তমানে আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা। আমার স্বামী আমাকে ঘরে তুলে নিতে টালবাহানা করছে। সে কারণেই আমি তার বাড়িতে এসেছি। আমাকে যতদিন ঘরে তুলে না নেবে ততদিন আমি তার বাড়ির বারান্দায় বসে থাকবো।

শান্তনার বাবা মো. ছাদেক মীর বাংলানিউজকে বলেন, আমাদের না জানিয়ে মেয়ে বিয়ে করেছে। স্বামীর দাবি নিয়ে পশু হাসপাতাল পাড়ায় এলে শাশুড়ি ও ননদ মিলে তাকে পিটিয়ে আহত করে। আমি আমার মেয়ের স্বামীর স্বীকৃতি চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। মেয়েটিকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কেউ অভিযোগ দিলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ