রোববার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে।
তিনি বলেন, রাজনীতি কোনো পেশা নয়। মানুষের কল্যাণের জন্য রাজনীতি। তেমনি আইন পেশাও মানুষের কল্যাণমূলক একটি পেশা।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নরসিংদীর জেলা ও দায়রা জজ আতাবুল্লা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নরসিংদী জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য পদ দেওয়া হয়। এসময় মন্ত্রী আইনজীবীদের বিভিন্ন আইন বিষয়ক বইপত্র কেনার জন্য ১৫ লাখ টাকা অনুদান দেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এনটি