ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কারাগারে শিক্ষক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কারাগারে শিক্ষক 

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের পর যৌন হয়রানি করার অভিযোগে দায়ের করা মামলায় মো. মন্তাজ আলী নামে এক শিক্ষককে গ্রেফতারের পর জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্কুলছাত্রীর ফুফুর দায়ের করা মামলায় কুলাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই প্রধান শিক্ষক মন্তাজ আলী দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি দিতে দেরি হওয়ার কারণ জানতে তার ছেলে জাকারিয়াকে দিয়ে অফিস কক্ষে ডেকে নেন ওই স্কুলছাত্রীকে। এ সময় প্রধান শিক্ষক অফিসের দরজা বন্ধ করে জালি বেত দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে ছাত্রীর পিঠে ও হাতের বিভিন্ন জায়গায় ফুলে যায়।

ঘটনার তিন দিন পর বুধবার স্কুলছাত্রীর পিঠের জখম দেখার কথা বলে তার পরনের কামিজ খুলে শ্লীলতাহানি করে এবং মোবাইল ফোনে কয়েকটি আপত্তিকর ছবি তোলেন ওই শিক্ষক। এসময় এসব কথা কাউকে না বলার হুমকি দিয়ে বলেন, কাউকে কিছু বললে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছেড়ে দেওয়া হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি জাকারিয়াকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ