রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শতমুখা গ্রামের দক্ষিণ দিকে খোয়াই নদীতে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলানিউজকে জানান, মরদেহটি অন্য কোনো স্থান থেকে ভেসে এখানে এসেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিনের। সে কারণে বিকৃত হয়ে যাওয়ায় শরীরে কোনো আঘাত আছে কিনা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এর রহস্য উদঘাটন হতে পারে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
আরএ