রোববার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের কলেজ বটতলা এলাকায় অবস্থিত শিক্ষার্থী ছাউনি থেকে ববি খাতুনকে আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ববি খাতুন ফুলবাড়ীর মধ্যপাড়ার আইনুল শেখের স্ত্রী। তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত। প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসএ/