রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত শিউলি বেগম শিয়ালঘুনি গ্রামের মিলন ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কলহের জেরে শিউলি ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। এরপর সকালে প্রতিবেশীরা ডাকতে গিয়ে ঘরের ভেতর শিউলি বেগমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।
বাকেরগঞ্জ থানা পুলিশের এসআই মো. হাবিব বাংলানিউজকে জানান, খবর পেয়েই সকালে তারা ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন। তবে মরদেহ উদ্ধারের সময় ওই বাড়িতে কেউ ছিল না।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএস/এসএ