ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রায়পুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
রায়পুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ পেয়ে রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

ছাত্রীর পরিবার ও থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরবংশীর এসএম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী মামার বাড়ির যাচ্ছিল। পথে মেঘনা বাজার এলাকায় পৌঁছুলে চর ইন্দুরিয়া গ্রামের যুবক রাজিব, রাকিব ও হৃদয় জোরপূর্বক স্কুলছাত্রীকে পাশ্ববর্তী চরবংশী গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। ছাত্রী অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয়রা দেখে অভিভাবকদের খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, গণধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ