ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে স্কুলছাত্র খুন: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
মোহাম্মদপুরে স্কুলছাত্র খুন: কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক নিহত স্কুলছাত্র মহসিন/ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে স্কুলছাত্র মহসীন (১৬) হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (০৮ সেপ্টেম্বর) বরিশাল এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, স্কুলছাত্র মহসিন খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় মূল অভিযুক্তসহ ৫ জনকে আটক করা হয়েছে।

তারা কিশোর গ্যাং ‘আতঙ্ক’ ও ‘পাটোয়ারী’ গ্রুপের সদস্য।

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘আতঙ্ক’ গ্যাংয়ের সদস্য পারভেজের সঙ্গে বিরোধের জেরে মহসিনকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার দিন বিকেলে পারভেজের সঙ্গে মহসিনের বাদানুবাদ হয়। এরপর ‘আতঙ্ক’ গ্যাং ও তাদের সহযোগী ‘পাটোয়ারী’ গ্যাংয়ের ২৫/৩০ জন সদস্য মিলে মহসিনের উপর হামলা করে। এ সময় মহসিনের ৩ বন্ধুকেও কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় মহসিনের বড়ভাই ইউসুফ আলী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন- ‘আতঙ্ক’-‘ফিল্ম ঝির ঝির’ গ্রুপের দ্বন্দ্বের বলি মহসিন

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
পিএম/এমইউএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ