রোববার (০৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ফরহাদুল আলম বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে।
আগুনে ক্ষতিগ্রস্থ নিচতলায় ছিল ইভিএম
নির্বাচন ভবনের বেজমেন্টে ৪ হাজার ৫শ ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখা ছিল। এছাড়াও কিছু কার্টন ছিল সেখানে।
আরও পড়ুন- ৪ হাজার কোটি টাকার ইভিএম, জায়গা নেই সংরক্ষণের
এ ঘটনার কারণ উদ্ধারে দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পেলে সব বোঝা যাবে। তবে তেমন কোনো ক্ষতি হয়নি।
দুটি তদন্ত কমিটির একটি গঠন করা হয়েছে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান প্রদান করে। তিন সদস্যের এই কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।
অন্যদিকে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন সদস্যের কমিটি প্রতিবেদন জমা দেবে দুই সপ্তাহের মধ্যে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে আগুন লাগার খবর শুনেই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ছুটে আসেন। তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
পিএম/ইইউডি/এমইউএম