রোববার (৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদা খাতুন ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বৃদ্ধা ওয়াজেদার বড় মেয়ের ছেলে একই ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের সিয়াম (২০) আজ সন্ধ্যায় নানির বাড়িতে আসে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিয়াম তার বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত বৃদ্ধাকে সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা ওয়াজেদা খাতুন মারা যায়।
বৃদ্ধার মাথায়, গালে ও কানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।
এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমইউএম/এমএইচএম