এ ঘটনায় ২২ দিন বয়সী এক শিশুসহ আরো ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের বৈরাগী রাস্তার মাথা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে। আহতরা হলেন, হাতিয়া উপজেলার নলের চর গ্রামের নুর ইসলাম (৩০), নুর ইসলামের স্ত্রী ইয়াসনুর (২৪), নলের চর গ্রামের আবুল কালামের ছেলে বাবলু (২৮) ও ২২ দিন বয়সী শিশু ইয়াসিন আরাফাত।
গুরুতর আহত ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্শা হাতিয়ার নলের চর আসার পথে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের বৈরাগী রাস্তার মাথা সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা মো. কামাল হোসেন মারা যান এবং অন্য যাত্রীরা গুরুতর আহত হন।
চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমইউএম/এমএইচএম