ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মুলাদীতে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
মুলাদীতে ট্রলার ডুবে জেলে নিখোঁজ

ব‌রিশাল: বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে ছানাউল্লাহ (৩৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ছানাউল্লাহ মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গার মোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।

কবির হোসেন জানান, শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বালুবাহী একটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে সানাউল্লাহ নিখোঁজ থাকলে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযানে নামে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেদের বহনকারী ট্রলারটিতে ছয়জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ