সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামলী পরিবহনের সুপারভাইজার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, মাতুয়াইল মেডিক্যাল হাসপাতালের সামনে চলন্ত অবস্থায় বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বড় ট্রাক। এতে সামনের গ্লাস ভেঙে হেলপার কুদ্দুস বাইরে পড়ে যায়। তবে যাত্রীরা কেউ হতাহত হয়নি। পরে কুদ্দুসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কুদ্দুসের বাড়ি কুমিল্লার চান্দিনায়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এজেডএস/এসএ/