সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ঠাকুরগাঁও মহসড়কের হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর স্থানীয় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিদা রহমান জানান, রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরা থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ফলে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় একজন ও আহত হয় ১৭ জন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হাইওয়ে পুলিশ নাজমুল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এএটি