সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদের চার নম্বর ঘাট এলাকা থেকে সদর নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ সকালে ভৈরব নদের চার নম্বর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না। তিন থেকে চার দিনের পুরনো মরদেহ। ফুলে গেছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআরএম/আরবি/