ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
হাতীবান্ধায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত দুর্ঘটনাকবলিত দুই গাড়ি, ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন মিয়া (৩৬) নামে ট্রাকের একজন চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মামুন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মামুনসহ ২৫ জন বাসের যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রমেক হাসপাতালে পাঠানো হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ