সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের সুনীল ভূঞা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল ওই গ্রামের বেলায়েতের ছেলে ও ফতেজঙ্গপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, রোববার (০৮ সেপ্টেম্বর) দিনগত রাতে বৃষ্টির মধ্যে বিদ্যুতের খুঁটিসহ একটি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে। সোমবার সকালে তাল কুড়াতে গিয়ে অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক তারের বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এএটি