ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি : প্রতীকী

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ডিসের তার মেরামত করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (২০) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আসাদুল ইসলাম মাঝাপাড়ার আলাউদ্দিন মিয়ার ছেলে।

চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বাংলানিউজকে জানান, চাঁদখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া জামে মসজিদের কাছে একটি বাড়িতে ডিস লাইন মেরামত করছিলেন আসাদুল ইসলাম। তখন বিদ্যুৎস্পৃষ্ট হলে এলাকাবাসী আসাদুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

কিশোরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুজাত শরীফ বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই আসাদুলের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী কাজী ইবনে সিফাত বলেন, ডিস মিস্ত্রি আসাদুল পল্লী বিদ্যুতের কাউকে না জানিয়ে ডিস মেরামত করতে যাওয়ায় এমনটি হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ