ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুলিশকে মেরে পালালো আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
বগুড়ায় পুলিশকে মেরে পালালো আসামি

বগুড়া: বগুড়ায় পুলিশকে মারধর করে পালিয়ে গেছে সাইফুল ইসলাম সাগর (২৮) নামে এক আসামি।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি সাইফুল ইসলাম সাগর শেরপুর থানার বনমরিচা গ্রামের মৃত শাজাহান সোনারের ছেলে।

জানা যায়, শেরপুর থানার মাদক মামলার আসামি (মামলা নম্বর-১৮) সাইফুল ইসলাম সাগরকে রোববার আদালতে হাজির করে শেরপুর থানা পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জামিন নামঞ্জুর হওয়া অন্যান্য আসামিদের সঙ্গে সাগরকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজনভ্যানে উঠাচ্ছিল।

সেসময় দায়িত্বরত পুলিশের উপ-সহকারী টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিল-ঘুষি ও লাথি মেরে হাতকড়া খুলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায় আসামি সাগর।

এ ঘটনায় রোববার রাতেই আদালতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হক বাদী হয়ে বগুড়া সদর থানায় ওই আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ