সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ শহরের ওই এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত নুরুজ্জামান হামদহ দাসপাড়া এলাকার বাসিন্দা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বাংলানিউজকে জানান, রোববার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে প্রতিদিনের মতো নুরুজ্জামান খাবার খেয়ে বাসার দোতলায় ও তার ছেলে শামীম হোসেন তিনতলায় ঘুমিয়ে পড়েন। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে সোমবার সকালে নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্বজনরা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নুরুজ্জামান গত ৭ মাস আগে বিজিবি থেকে অবসর নেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এএটি