ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
কিশোরগঞ্জে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। এতে যমুনা ইলেক্ট্রনিকসসহ ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ওই বাণিজ্যিক ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ভবনের দোতলায় একটি ইলেক্ট্রনিকসের শোরুমের ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হওয়ায় কাজ করতে সমস্যায় পড়েন উদ্ধারকর্মীরা। এক পর্যায়ে ভবনটির চতুর্থ ও পঞ্চমতলার আবাসিক বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে। ইলেক্ট্রনিকস শোরুম থাকায় ভেতরে প্লাস্টিক ও ইলেক্ট্রনিকস পণ্য থাকায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ