ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
গাজীপুরে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে সাবেক সেনা সদস্য আবু সাইদ মোল্লার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ সে‌প্টেম্বর) দুপুরে উপজেলার চরবাঘুন এলাকা থেকে মর‌দেহ উদ্ধার করা হয়। আবু সাইদ কালীগঞ্জ উপ‌জেলার চরবাঘুন এলাকা বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ‌ থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সা‌বেক সেনা সদস্য আবু সাইদ খাবার খেয়ে ঘু‌মি‌য়ে প‌ড়েন। এক পর্যায়ে রাতের কোনো এক সময় বা‌ড়ির পাশে এক‌টি গাছের সঙ্গে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তি‌নি। সকালে তার ছেলে ঘুম থেকে উঠে জানালা দিয়ে সাইদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পে‌য়ে দুপুরে মর‌দেহ উদ্ধার করা হয়েছে।  

ময়নাতদ‌ন্তের জন্য মর‌দেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে ‌পাঠা‌নো হ‌য়ে‌ছে। আবু সাইদ দীর্ঘদিন ধ‌রে মাথা ব্যথায় ভুগ‌ছি‌লেন। ধারণা করা হ‌চ্ছে মাথা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেয়ে তি‌নি আত্মহত্যা ক‌রে‌ছেন বলেও জানান এসআই এসআই আজহারুল।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৯, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ