সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আলিফ উপজেলার মাইজভাগ ইউনিয়নের গোকুলনগরের আমিনুল ইসলামের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী বাংলানিউজকে জানান, দুপুরে আলিফ তার দাদির সঙ্গে ঢাকা থেকে বাড়িতে ফিরছিল। পথে বটতলা এলাকায় এলে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর সে তার দাদাকে দেখে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
একে/আরবি/