সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এক বছর আগে
উপজেলার গোপালদী পৌরসভার নগরডৌকাদী গ্রামের মাসুদ মোল্লার মেয়ে ইভা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের শহিদুল্লাহর ছেলে আজিজুল হকের।
ওসি নজরুল ইসলাম আরও জানান, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমীন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
ওএইচ/