নিহত মজিদ যাদুয়ারচর এলাকার ইরাদ সরদারের দোকানে কাজ করতেন। তার বাড়ি কুড়িগ্রাম বলে জানা গেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে বৃষ্টির মধ্যে যাদুয়ারচর ব্রিজ পার হচ্ছিলেন মজিদ। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
আরএ