ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে সিসিকের প্রস্তুতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে সিসিকের প্রস্তুতি

সিলেট: ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

সোমবার (৯ সেপ্টেম্বর) নগর ভবনে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে ১১ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- সিটি কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রেজওয়ান আহমদ, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আজম খান, সওকত আমীন তৌহিদ, তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম, নাজনিন আক্তার কনা ও এসেস’র চন্দন দাশ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, হিসাব কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এনইউ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ