সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম আমান্তিকা।
এ ঘটনায় হাসপাতাল ভাংচুর করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে রোগীর স্বজন ও সাধারণ মানুষ। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নূরজাহান বেগমের ভুল চিকিৎসার ফলেই আমান্তিকার মৃত্যু হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ভাংচুরের পর রোগীর স্বজনরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এইচএডি/