সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে ধর্মপুর সীমান্তে একদল গরু ব্যবসায়ী ১০৫৬ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের পার্শ্ববর্তী স্থান দিয়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাঁশের তৈরি বিশেষ আড়কির মাধ্যমে অবৈধপথে গরু পাচার করছিল। এসময় ভারতের কুকুরমারা ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা ধাওয়া করলে আড়কির বাঁশ মাথায় পড়ে রায়হান গুরতর আহত হয়।
পরে তার সঙ্গে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
রায়হান ঢাকায় একটি গার্মেন্টেসে করতো। গত ১৩ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে আসার পর ছুটির ফাকে টাকা উপার্জনের জন্য গরু পাচার করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দাঁতভাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডার মজিবুর রহমান বলেন, শুনেছি এক কিশোর রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আসলে সে কি কারণে মারা গেছে তা আমরা জানি না। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বাংলানিউজকে বলেন, দুপুরে জানতে পেরেছি, রায়হান নামে ছেলেটি রমেক হাসপাতালে মারা গেছে। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এফইএস/আরবি/