ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কবর থেকে ৭ কঙ্কাল চুরি!

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
আশুলিয়ায় কবর থেকে ৭ কঙ্কাল চুরি! ছবি: বাংলানিউজ

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ায় কবরস্থান থেকে রাতের আঁধারে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) গভীর রাতে আশুলিয়ার শ্রীখণ্ডীয়া এলাকার স্থানীয় 'শ্রীখণ্ডীয়া কবরস্থানে' এ চুরির ঘটনা ঘটে। কঙ্কালগুলো প্রায় এক বছরের পুরাতন।

চুরি যাওয়া কঙ্কালের স্বজন আরিফ জানান, কঙ্কাল চুরির খবর পেয়ে কবরস্থানে গেলে দেখেন তার মায়ের কবরসহ সাতটি কবরের মাঝখান থেকে মাটি উঠিয়ে গর্ত করা। কাছাকাছি গিয়ে দেখেন কবরের ভেতরে কোনো কঙ্কাল বা দেহাবশেষ নাই।

স্থানীয় মসজিদের মোয়াজ্জেম লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি খবর খোড়া কিন্তু ভেতরে কঙ্কাল আছে কি না তা দেখি নাই। পরে স্বজনরা মাটি দিয়ে কবর ভরাট করে দিয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ