সোমবার (৯ সেপ্টম্বর) বিকেলে উপজেলার ধলা-তেউরিয়া ও পুড়ুরা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদারসহ জেলা পুলিশ সদস্যরা।
ইব্রাহীম হোসেন বাংলানিউজকে জানান, প্যারাসুট, ডাবর আমলা এবং কুমারিকা তেলের নকল প্রস্তুত করার অপরাধে পুড়ুরা বাজারের মাহবুব আলম রোমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির অপরাধে ধলা-তেউরিয়া বাজারের আক্তার মেডিক্যাল হলকে এক হাজার টাকা এবং শায়লা স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত নকল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ