বিএনবিসি ২০১৭ গেজেট আকারে প্রকাশের পর বাংলাদেশের সব ভবন নির্মাণের ক্ষেত্রে এটি মেনে চলা আইনগতভাবে বাধ্যতামূলক হবে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে গেজেট হস্তান্তর করা হয়।
গেজেট হস্তান্তরের পর গণমাধ্যমকে জানানো হয়, তিনটি ভলিউমের বিএনবিসি ২০১৭ এর চূড়ান্ত সংস্করণ ২০১৯ সালে গেজেট আকারে প্রকাশ হতে যাচ্ছে এবং গেজেট প্রকাশের পর এটি অনতিবিলম্বে কার্যকর হবে। গেজেট প্রকাশের পর বিএনবিসি ২০১৭ ভবন নির্মাণের সঙ্গে জড়িত সব পেশাজীবীদের জন্য সুষ্ঠুভাবে ভবন নির্মাণের ক্ষেত্রে তাদের কার্যক্রম পরিচালনায় অত্যন্ত সহায়ক হবে।
কারিগরি দিক থেকে বিএনবিসি’র বর্তমান সংস্করণ যুগোপযোগী ও সর্বাধুনিক তথ্যসমৃদ্ধ নীতিমালা। কাঠামো কৌশল, স্থাপত্যকৌশল, ভিত্তিকৌশল, অগ্নি প্রতিরোধ, প্লাম্বিং, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল ইত্যাদি কারিগরি বিষয়ে এই কোডে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এই কোড বাস্তবায়নের জন্য এতে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি গঠনের প্রস্তাব সংযোজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
জিসিজি/জেডএস