ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পবিপ্রবি প্রকৌশলীকে দুদকের গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
পবিপ্রবি প্রকৌশলীকে দুদকের গ্রেফতার

ঢাকা: প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ইউনুছ শরীফকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর দুমকি বাজার থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোজাহার আলী সরদারের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

ইউনুছ শরীফের বিরুদ্ধে সোমবার দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭(ক) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়।  

মামলার বিবরণীতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রকল্প কাজে দরপত্র মূল্যায়ন কমিটির অগোচরে দরদাতাদের দাখিল করা বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) অনুযায়ী সঠিক হিসাব না করে মিথ্যা ও ভুল হিসাবের মাধ্যমে ছয়টি কোম্পানিকে সর্বনিম্ন দর দাতা নির্ধারণ করা হয়। যেখানে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর হিসাব বিকৃত করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দরপত্র মূল্যায়ন কমিটি ও কর্তৃপক্ষের অনুমোদনের ব্যবস্থা নিয়ে কার্যাদেশ দেওয়া হয়। এতে সরকারের মোট  ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ