কমিটিতে গাজীপুর ‘ল’ কলেজের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী মমিনুর রহমান প্লাবনকে সভাপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাহীনূর রহমান শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র মেহেরাজ হাসান অভিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
নব গঠিত কমিটির সভাপতি মমিনুর রহমান প্লাবন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অরাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক এ সংগঠনের সদস্যরা রক্তদান এবং সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহ দেওয়াসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছেন। আশা করি নতুন কমিটির নেতৃত্বে নতুন উদ্যম সেবার পরিধি আরও বাড়বে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
একে/আরআইএস/