সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট, শাপলা চত্বর, বাসস্ট্যান্ড মোড়, খলিলগঞ্জ, কলেজ মোড়, ভকেশনাল মোড়, দাদা মোড়সহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল আরোহীদের সচেতন করতে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সরোয়ার পারভেজ, জেলা ট্রাফিক বিভাগসহ সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম আহ্বান জানিয়ে বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান। এছাড়াও গতি নিয়ন্ত্রণে রেখে সতর্ক থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেক না করাসহ ট্রাফিক আইন মেনে চলুন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এফইএস/এইচএডি