ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

‘রোহিঙ্গাদের মোবাইল বন্ধে নেতিবাচক প্রভাব পড়বে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
‘রোহিঙ্গাদের মোবাইল বন্ধে নেতিবাচক প্রভাব পড়বে’ আর্টিকেল-১৯ লোগো

ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীর মোবাইল সেবা বন্ধে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল-১৯। 

সোমবার ( ৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল টেলিযোগাযোগ সেবা ব্যবহার সীমাবদ্ধ করার সিদ্ধান্তটি মত প্রকাশের স্বাধীনতা, তথ্য ও বৈষম্যের অধিকার লঙ্ঘন।

এর আগে মিয়ানমার সরকারের পশ্চিম মিয়ানমারে মোবাইল ইন্টারনেট ব্ল্যাকআউটের নিষেধাজ্ঞা দিয়েছিল। তখন এই রোহিঙ্গাদেরই ওপরেই সেই নিষেধাজ্ঞা জারি হয়। এখন বাংলাদেশ সরকারও রোহিঙ্গাদের ওপর মোবাইল ব্যবহার সীমাবদ্ধ করেছে।

আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সাল বলেন, এই আদেশটি রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। এই পদক্ষেপগুলি ভয়াবহ সহিংসতা ও তাড়না সহ্য করা একটি আঘাতজনিত সম্প্রদায়ের দুর্বলতা এবং বিচ্ছিন্নতা আরও গভীর করবে।

গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টেলিযোগাযোগ অপারেটরদের কাছে চিঠি দিয়ে রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ দেয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জাতীয় পরিচয়পত্র ছাড়াই রোহিঙ্গারা কীভাবে মোবাইল সিম পাচ্ছেন- তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯ , ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ