সোমবার ( ৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল টেলিযোগাযোগ সেবা ব্যবহার সীমাবদ্ধ করার সিদ্ধান্তটি মত প্রকাশের স্বাধীনতা, তথ্য ও বৈষম্যের অধিকার লঙ্ঘন।
আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সাল বলেন, এই আদেশটি রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। এই পদক্ষেপগুলি ভয়াবহ সহিংসতা ও তাড়না সহ্য করা একটি আঘাতজনিত সম্প্রদায়ের দুর্বলতা এবং বিচ্ছিন্নতা আরও গভীর করবে।
গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টেলিযোগাযোগ অপারেটরদের কাছে চিঠি দিয়ে রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ দেয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জাতীয় পরিচয়পত্র ছাড়াই রোহিঙ্গারা কীভাবে মোবাইল সিম পাচ্ছেন- তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯ , ২০১৯
টিআর/এএ