সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে করা সম্পূরক প্রশ্নে হারুন অর রশিদ বলেন, আমি আপনার (স্পিকারের) মাধ্যমে সংসদ নেতা প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনটি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়েছিলাম কিন্তু উপস্থিত থাকতে পারিনি। কিন্তু ওইখানে প্রধানমন্ত্রী আমাকে খোঁজ করেছিলেন যে হারুন কোথায়? সেজন্য সংসদ নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসকে/এএ