ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা: বিএনপির এমপি হারুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা: বিএনপির এমপি হারুন জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও এমপি হারুন

জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। চাঁপাইনবাবগঞ্জের আন্তঃনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে খোঁজ করায় হারুন এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে করা সম্পূরক প্রশ্নে হারুন অর রশিদ বলেন, আমি আপনার (স্পিকারের) মাধ্যমে সংসদ নেতা প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনটি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়েছিলাম কিন্তু উপস্থিত থাকতে পারিনি। কিন্তু ওইখানে প্রধানমন্ত্রী আমাকে খোঁজ করেছিলেন যে হারুন কোথায়? সেজন্য সংসদ নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ