স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির ঘরের পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে ঘরের গ্রিলে পড়েছিল। বাড়ির মালিক গিরিন্দ্র দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস ওই গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন।
পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে পরিবারের লোকজন স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সেখানে পৌঁছার পর ওসমানী মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যুর খবর পেয়েছি। ওসমানী মেডিক্যালে ময়না-তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ