ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বর্তমান সংসদকে জৌলুসহীন বললেন বিএনপির সিরাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
বর্তমান সংসদকে জৌলুসহীন বললেন বিএনপির সিরাজ জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও জিএম সিরাজ

জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমান সংসদকে জৌলুসহীন বললেন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম সিরাজ।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যের সময় একথা বলেন তিনি। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

 

জিএম সিরাজ বলেন, আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসেছি। গত ৩০ ডিসেম্বর আমরা নির্বাচন করেছিলাম, আমি জিততে পারিনি, আওয়ামী লীগ জিতেছে। কিন্তু আমি হারিনি, হেরেছে এদেশের ১৬ কোটি জনগণ। আবার ২৪ জন নির্বাচন করলাম। জনগণ ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী চেয়েছেন আমি জিতেছি। সরকার চাইলে নিরপেক্ষ নির্বাচন করা যায়।  

‘আমি বলতে চাই এই সংসদে আগের মতো জৌলুস নেই। গতকাল বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শোকপ্রস্তাবের উপর আলোচনা হলো। আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতন হয়। জাতির দুঃসময় দুই নেত্রী কারাগারে ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে রান্না করে পাঠিয়েছেন। কিন্তু আজ কঅ দেখছি। ’ 

এসময় জিএম সিরাজের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। প্রথমে তাকে তিন মিনিট সময় দেওয়া হয় এরপর এক মিনিট বাড়ানো হয়। কিন্তু তারপরও জিএম সিরাজ বলতে থাকলে স্পিকার তাকে বসতে বলেন। কিন্তু তার পরও জিএম সিরাজ বলতে থাকেন। এসময় স্পিকার জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানকে পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুমতি দেন।  

পীর ফজলুর রহমান মাইক নিয়ে দাঁড়ানোর পরও জিএম সিরাজ বলতে থাকেন। তখন স্পিকার বলেন, আপনাকে যে সময় দেওয়া হয়েছে সেটা শেষ হয়ে গেছে আপনি বসুন, আপনাকে শুছেচ্ছা বক্তব্য দিতে দেওয়া হয়েছিল। পরে বলতে পারবেন। এসময় অনেক সংসদ সদস্য হৈ চৈ করতে থাকেন।

পয়েন্ট অব অর্ডারে কথা বলার শুরুতেই পীর ফজলুর রহমান বলেন, বিএনপির সংসদ সদস্য সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের শোকপ্রস্তাবের আলোচনায় জৌলুস দেখেননি। শোকপ্রস্তাবের আলোচনায় জৌলুস থাকে না। জৌলুস ছিল এরশাদ সাহেব ক্ষমতায় থেকে যখন এক টাকা মূল্যে খালেদা জিয়াকে বাড়ি দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ