ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

এনা গ্রুপের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এনা গ্রুপের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এনা গ্রুপের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী, ছবি: বাংলানিউজ

ঢাকা: জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্যে পালিত হলো দেশের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান এনা গ্রুপের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে (এনা টাওয়ার) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এনা গ্রুপের  চেয়ারম্যান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এসময় দেশের গুণীজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এরপর এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন।

এসময় প্রতিষ্ঠানের সাফল্য, ব্যর্থতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম সংগ্রাম, জেনারেল ম্যানেজার হোসেন আলী, মনিমুল হক, সাদেক ব্যাপারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ