সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে (এনা টাওয়ার) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এনা গ্রুপের চেয়ারম্যান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এসময় দেশের গুণীজন ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এরপর এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন।
এসময় প্রতিষ্ঠানের সাফল্য, ব্যর্থতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম সংগ্রাম, জেনারেল ম্যানেজার হোসেন আলী, মনিমুল হক, সাদেক ব্যাপারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসএস/ওএইচ/