ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে কাদিরজঙ্গল ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
করিমগঞ্জে কাদিরজঙ্গল ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয়।

এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপ সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরীর সই করা ০৫/০৯/২০১৯ তারিখের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

জানা গেছে, ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের বিরুদ্ধে এগার লাখ আশি হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর প্রেক্ষিতে প্রদত্ত জবাব সন্তোষ জনক না হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

যেহেতু তার দ্বারা সংঘটিত অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থে পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ