এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপ সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরীর সই করা ০৫/০৯/২০১৯ তারিখের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের বিরুদ্ধে এগার লাখ আশি হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এবং অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর প্রেক্ষিতে প্রদত্ত জবাব সন্তোষ জনক না হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ