সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়ীয়া জুটমিল এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামাল ধামরাইয়ের কালামপুর এলাকার বিশা ব্যাপারির ছেলে।
পুলিশ জানায়, কামালের কিছুটা মানসিক সমস্যা ছিল। সে আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আজ সকালে সে তার কর্মক্ষেত্রে না যাওয়ায় মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় অভিমান করে দরজা বন্ধ করে দেয় সে। পরে বারবার ডাকলেও দরজা না খোলায় দরজা ভেঙে কামালের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর বাংলানিউজকে বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ