সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিএনপি নেতা খায়রুল কবির বলেন, ‘ডাকসু নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে শাসক দলের ৩৪ ছাত্র-ছাত্রীকে গোপনে ছাত্রত্ব দেওয়ার ঘটনা পত্রিকায় প্রকাশিত খবরে আমরা বিস্মিত হয়েছি।
‘ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা তার সহযোগীরা জাতীয় নির্বাচনের বেলায় হুদা কমিশনের মতো যে আচরণ জাতি প্রত্যক্ষ করেছে-ডাকসু নির্বাচনেও তার প্রতিফলন হবে বলে আমরা আগেই আশঙ্কা করেছিলাম। ’
পড়ুন>>‘চিরকুটে ভর্তির নির্দেশনা দেননি ঢাবি উপাচার্য’
তিনি বলেন, ‘দলদাস মনোভাবাপন্ন ভিসি ড. আখতারুজ্জামানের পক্ষে যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় আমরা সেকথা আগেই বলেছিলাম এবং তা প্রমাণিতও হয়েছে। ডাকসুর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ঢাবি ভিসি আখতারুজ্জামান ও তার অনুসারীরা যেভাবে কলঙ্কিত করেছেন- তা ইতিহাসের একটি লজ্জাজনক ঘটনা হয়ে থাকবে।
ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির বলেন, ডাকসুর হারানো গৌরব পুনরুত্থানের জন্যে বর্তমান ডাকসু বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়া ছাড়া বিকল্প নেই।
‘তবে তার আগে অবশ্যই বর্তমান ঢাবি ভিসির পদত্যাগ করা উচিৎ। একই কারণে পদত্যাগ করা উচিৎ যেসব শিক্ষক ও কর্মকর্তা ভিসির চিরকুটে অবৈধ ভর্তি প্রক্রিয়া সম্পাদন করেছেন তাদেরও,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমএইচ/এমএ