সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে পরিত্যাক্ত অবস্থায় এ গুলি উদ্ধার করা হয়।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বাংলানিউজকে জানান, দুপুরে বড়হরিশপুর পাওয়ার গ্রিডের ভেতর দায়িত্বরত অবস্থায় পরিত্যাক্ত গুলিগুলো দেখতে পান আনসার সদস্য মোস্তাফিজুর রহমান।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলের ৩ রাউন্ড এবং রিভলভারের ৩ রাউন্ড গুলি উদ্ধার করেন। তিনি বলেন, কীভাবে সংরক্ষিত এলাকায় গুলিগুলো এলো তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
আরএ