সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে নাগরিক উদযাপন কমিটি।
নাগরিক সংবর্ধনায় প্রথমে পঙ্কজ ভট্টাচার্যের বর্ণিল রাজনৈতিক জীবনের ওপরে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এরপর পঙ্কজ ভট্টাচার্যকে নৃত্যগীতের মাধ্যমে মঞ্চে নিয়ে আসা হয়। একে একে ‘আনন্দলোকে’, ‘আগুনের পরশমণি’ এবং ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গাওয়া হয়। নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা ‘প্রিয় এমনও রাত যেন’ পরিবেশন করেন।
কমরেড পঙ্কজ ভট্টাচার্যকে শুভেচ্ছা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, গণফোরাম, বাংলাদেশ পথ নাটক পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর, শিক্ষক সমিতি, আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সাম্যবাদী দল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আদিবাসী ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী, পদাতিক নাট্য গোষ্ঠীসহ প্রায় অর্ধশত সংগঠন।
সংবর্ধনা অনুষ্ঠানে কমরেড পঙ্কজ ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করেন- অধ্যাপক অজয় রায়, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নৌ-পরিবহনমন্ত্রী খালিদ হাসান, আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং, বাংলাদেশ জাসদের সভাপতি নুরুল আম্বিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব) মীর শওকত আলী, ন্যাপের সভাপতি মণ্ডলীর সদস্য রশিদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড সুশান্ত দাস প্রমুখ।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উদযাপন কমিটির আহ্বায়ক এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
৬ আগস্ট কমরেড পঙ্কজ ভট্টাচার্যের জন্মদিন। তবে আগস্ট মাস জাতীয় শোক দিবস হওয়ায় ৯ সেপ্টেম্বর তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠান করা হয়।
বাংলাদেশের সময়: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
আরকেআর/এনটি