ইতোমধ্যে ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ি দিয়ে রেলের ইন্টারচেঞ্জ লিংক চালুর নির্মাণ কাজ শেষ করেছে ভারত। রেলপথটি চালু হলে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে।
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ভাগের পরও তৎকালীন পূর্ব পাকিস্তানের সময় চিলাহাটি-হলদিবাড়ির মধ্যে এই ইন্টারচেঞ্জ চালু ছিল। তখন চিলাহাটি-হলদিবাড়ি স্টেশনের উজ্জ্বল ইতিহাস স্মরণ করে এখনও গর্ববোধ করেন এলাকার বাসিন্দারা।
১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে ভারত-পাকিস্তানের যুদ্ধের পর এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রেল যোগাযোগের ক্ষেত্রে হলদিবাড়ি-চিলাহাটি রেলস্টেশন দুটি পুরোদমে চালু রয়েছে। চিলাহাটি থেকে ঢাকা, খুলনা, রাজশাহী ও অপরদিকে হলদিবাড়ি থেকে ভারতের বিভিন্ন রুটে নিয়মিত ট্রেন চলাচল করছে। শুধুমাত্র সীমান্ত এলাকা বাংলদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চলাচল থমকে রয়েছে। যা চালুর পথে কাজ এগিয়ে চলছে।
বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এনটি