সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ ও সুব্রত বিশ্বাস দাস পরিচালিত আলাদা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জেল-জরিমানা করা হয়।
অভিযানে রেকর্ডরুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোহাম্মদ ওয়াসিম ও হাবিবুর রহমান নামে দুই ব্যক্তিকে দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রেকর্ডরুম এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও স্বাক্ষরবিহীন জাল দলিল বহনের দায়ে মনোজ সরকার নামে আরেক ব্যক্তিকে দণ্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করা ওই দুই ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এমএস/এসএ