মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পুরাতন পল্লানপাড়ায় ২ নং ওয়ার্ড কোয়েল মসজিদের পশ্চিম পাহাড়ে ধসের এই ঘটনা ঘটে।
নিহত শিশু মেহেদী ওই এলাকার মো. মুন্নার ছেলে, আর আফিয়া মুহাম্মদ আলমের মেয়ে।
টেকনাফ উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আব্দুল মতিন এবং স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল চৌধুরী বাংলানিউজকে জানান, টেকনাফের পুরান পল্লানপাড়ার পাহাড়ের পাদদেশে ঘর করে বসবাস করছিল মুহাম্মদ আলম ও রবিউল হাসান। রাতে বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়।
সিপিপি কর্মকর্তা আব্দুল মতিন আরও জানান, সিপিপি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ এবং আহতদের উদ্ধার করে।
টেকনাফ উপজেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, দুই শিশুসহ আহত কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯/আপডেট: ১৩১২ ঘণ্টা
এসবি/জেডএস