সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। নিহত আতিক উল্লাহ ওই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ৫ থেকে ৬ জন মুখোশ পরা ডাকাত দরজা ভেঙে ঘরে ডুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এসময় আতিক উল্লাহ তাদের বাধা দিতে গেলে মারধর করে। এরপর ডাকাতরা চলে পরিবারের অন্য সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে আতিক উল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় আতিক উল্লাহ নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ১০১৯
ওএইচ/