ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তার মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় আতিক উল্লাহ নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। নিহত আতিক উল্লাহ ওই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ৫ থেকে ৬ জন মুখোশ পরা ডাকাত দরজা ভেঙে ঘরে ডুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। এসময় আতিক উল্লাহ তাদের বাধা দিতে গেলে মারধর করে। এরপর ডাকাতরা চলে পরিবারের অন্য সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে আতিক উল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় আতিক উল্লাহ নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ১০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ