ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
বড়াল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে কাবিল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। কাবিল উদ্দিন উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামের মোজাহার প্রামাণিকের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বাংলানিউজকে জানান, সোমবার সকালে বড়াল নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যান কাবিল উদ্দিন উদ্দিন। কিন্তু দিন পেরিয়ে রাত হলেও বাড়িতে আর ফিরে আসেননি তিনি।

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে রাতে স্থানীয় লোকজন নদীতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, মৃগীরোগে আক্রান্ত থাকায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করেননি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ